আমি জানি, ঠিকই জানি, যদি আমি কোনদিন  
সেই গল্পটা পুরোপুরি লিখে যেতে পারি, তবে--
সেটা পড়ে তোমাদের কারো কারো চোখেমুখে
আষাঢ়ের জলদ মেঘ এসে ঘোরাফেরা করবে।
যারা আবেগী ও সংবেদী, তাদের অন্তর উদ্বেল
হিল্লোলে স্ফীত হবে, চোখে বয়ে যাবে শ্রাবনের  
অনন্ত স্রোতধারা। বাকরুদ্ধ ওদের ভাবনাগুলো
একসময় মিশে যাবে স্বপ্নময় কোন ইন্দ্রধনুতে।          

আমি জানি, ঠিকই জানি, যদি আমি কোনদিন
আমার মনে সতত আওড়ে যাওয়া অনুচ্চারিত
কথাগুলো গল্পচ্ছলে তোমাদের বলে যেতে পারি,
তবে তোমরা শিশুর মত সেসব শুনতেই থাকবে।  
আর শেষ হলে কেবল বলতেই থাকবে, তারপর?
তারপর কী হলো? তখন আমার নির্বাক নিরুক্তি
নিশ্চিত করে বলে দেবে তারপর কী হয়েছিলো!
সৃষ্ট হয়ে যাবে আরেক সিন্ডারেলার অমর কাব্য।
  
ঢাকা
১৩ অক্টোবর ২০১৬  
সর্বস্বত্ব সংরক্ষিত।