সবাই কোন না কোন চিহ্ন রেখে যায়,
যদি পড়তে পড়তে ভাল লাগে।
আমি শুধু একটি পৃষ্ঠা ভাঁজ করে রেখেছিলাম,
আলতো করে, আবার পড়বো বলে।  


কোন আঁচড় কাটিনি কলমের কালিতে,
ভালবেসে কোন গোলাপের পাঁপড়িও রাখিনি
একদিন পৃষ্ঠা ওল্টাতে ওল্টাতে চমকে উঠবো বলে,
ভুলে যাওয়া কথাগুলো ভালবেসে স্মরণ করবো বলে।


আজ যখন আবার সময় হলো পুনঃপঠনের  
ভাঁজ করা পৃষ্ঠাটা খুঁজতে গিয়ে দেখি,
সেখানে অনেক, অনেক পৃষ্ঠায় ভাঁজ।
আমার ভাঁজ করা পৃষ্ঠাটা আর খুঁজে পাইনি!  


মেলবোর্ন, অস্ট্রেলিয়া
২৭ ফেব্রুয়ারী ২০২০