রোদের শেষ কিছু রশ্মি মমতাভরে চুম দিয়ে যায়
বেতাবের জলে, চিরহরিৎ বৃক্ষের শাখায়, চূড়ায়।
দিনের কোলাহল থেমে আসে, মানুষ ফিরে যায়  
নিজ নিজ গৃহে, দিন শেষে, আগামীর প্রত্যাশায়।


পড়ে থাকে পথ, পড়ে থাকে জনশূন্য নদীতীর,
জলের ধারা বয়ে যায়, আপন গতিতে, তিরতির।
পড়ে থাকে অবেলায় একটি সবুজ বেঞ্চ; স্থির।
হয়তো সেখানে বসে একান্ত সান্নিধ্যে....
কত শত কথা হয়েছিল দু’জন মানব মানবীর!


ঢাকা
১৩ জুলাই ২০১৯


(গত ০৫ মে ২০১৯ তারিখে সন্ধ্যার প্রাক্কালে, কাশ্মীরের প্যাহেলগামের নির্জন বেতাব নদীর আশেপাশের দৃশ্য দেখে এবং নদী তীরে খালি পড়ে থাকা একটি সবুজ রঙের বেঞ্চ দেখে এসব ভাবনা মাথায় এসেছিল।)