এখানে ঘুমিয়ে আছে এক সামান্য ধূলিকণা।
শীতল বৃক্ষছায়ায়, ধরিত্রীর অপার মায়ায়....
ঘুমিয়ে আছে সে ধরাধামের এই কোনায়।    


ঘুমিয়ে আছে সে তোমার প্রতীক্ষায়,  
ইহকালে খুঁজেছিল যে তোমায়,
অনন্ত একাগ্রতায় নয়, সময়ে সময়ে,
অন্তরে অন্তরে—
যখন কেঁদেছে মন নীরব আকুলতায়।  


এখানে ঘুমিয়ে আছে সেই ক্ষুদ্র ধূলিকণা,
শান্ত সরোবরের মত যার দুটো চোখ ছিল,
বৃক্ষের মত স্পর্শকাতর একটি হৃদয় ছিল!  


ঢাকা
২৬ ফেব্রুয়ারী ২০১৯