সকল গোধূলিই কি বিষণ্ণতার প্রতিচ্ছবি?
সকল গোধূলিতেই কি মূক হয়ে যান কবি?
ক্লান্ত সূর্য অস্ত যায় আবির ছড়িয়ে চারিদিকে
সেখানেও কি বিষণ্ণতার বর্ণ ছড়িয়ে থাকে?


পাখিরা ফিরে এসে গান করে আপন নীড়ে
সে গানও কি হারিয়ে যায় দুঃখের সায়রে?  
গাছের কিছু পাতা নত হয়ে আসে ভূমিমুখে,  
কিছু পাতা বুঁজে আসে, সে কি কেবল দুখে?


গোধূলিও মিলনের গান গায়, বিদায়ের নয়।
গোধূলি রজনীর অগ্রদূত, রজনী প্রশান্তময়।  
কবি রজনীর প্রত্যাশায় থাকেন অপেক্ষমান  
হ্রস্ব রজনীতে কবি নিঃশব্দে শব্দ লিখে যান।  


ঢাকা
১৩ অগাস্ট ২০২০