‘করোনা করোনা’ করে বন্ধ করে রেখেছো সব,  
গৃহে বসে থেকে সবাই করছো ‘যুম’ উৎসব।
খাদ্য ফুরিয়ে গেলে থাকবে না কোন বন্ধু বান্ধব,
যতই তোমাদের কাছে থাক অথৈ বিত্ত বৈভব!  


মধ্য দুপুরে গরু আর আমরা মিলে মাড়াই ধান,
মাথার ঘাম পায়ে ফেলে তোমাদের বাঁচাই প্রাণ।
‘করোনা করোনা’ করে তোমরা গাইছো একই গান,
ধান চলে যায় তোমাদের ঘরে, আমাদের শূন্য উঠান।  


ঢাকা
১২ জুলাই ২০২০