যখন তুমি হাসো,
তখন তোমার চোখের তারা দুটোও ঝিকিমিকি হাসে,
ঠোঁট হাসে, মুখ হাসে, তরুলতার মত দেহবল্লরী হাসে,
জ্যোৎস্না হাসে, মেঘ হাসে, চাঁদ সুরুজ সবই হাসে।  

যখন তুমি কাঁদো,
তখন তোমার সাথে আর কেউ কাঁদে না।
আকাশের রবি শশী না, বনের পশু পাখি না, শুধু তুমি
আর তোমার অন্তরে লুকিয়ে থাকা একটি ইচ্ছে কেঁদে চলে নিরন্তর।  


ঢাকা
০৪ ফেব্রুয়ারী ২০১৯