একটি মর্মস্পর্শী কবিতা,
এক টুকরো গল্প,
একটি চিত্রশিল্প, কিংবা
মোহন কন্ঠের সুর, সুমধুর,
যন্ত্রসঙ্গীতের কান্না ও মূর্ছনা-
এসব কিছুর উৎস ও উৎপত্তিস্থল
একটিই, কেবল একটিই হয়;
একটি স্পন্দনমুখর, রক্তিম হৃদয়!


এদের উপকরণ এবং কার্য-কারণ
হতে পারে নানা প্রকরণ।
যেমন এক বুক শূন্যতা,
একটি দীর্ঘশ্বাস,
অশ্রুহীন চোখের দৃষ্টি উদাস,
ব্যাকুল প্রেমের আকুল আকুতি,
দয়ার মায়ার পেলব পরশ,
কিংবা স্মৃতির স্নিগ্ধ আবেশ।


প্রক্রিয়া ভিন্ন হলেও, এসবের  
আবেদন অভিন্ন, প্রভাব অনুরূপ।
এদের গন্তব্য, লালনক্ষেত্র এবং
আশ্রয় একটিই- হৃদয়ের মর্মমূল!


রংপুর
২০ জুলাই ২০২১