জোয়ারে প্রাণ হাসে,
দু’কূল জলে ভাসে।  
ভাটায় পড়ে থাকে
পদচিহ্ন পাঁকে পাঁকে।


অথৈ জলের প্রবল ঘূর্ণি
ডুবিয়ে যায় সবকিছু চূর্ণি।
এক সময় সেও শান্ত হয়
শুধু ভাঙা পাঁজর পড়ে রয়।  


সময়ের স্রোত বহমান
জোয়ারের ন্যায় আগুয়ান।  
তীরে আছড়ে পড়া ঊর্মি
ফিরে যায় কার ডাক শুনি?


ঢাকা
০৬ জুন ২০১৯