আমিতো কেবল বাগান খুঁড়েছি।
ফুলগুলো তো তুমিই লাগিয়েছো,
ফুটিয়েছো কত মায়া ভরা হাতে।  
নিজেই কখনো কখনো ফুল হয়ে
বাড়িয়েছো এই বাগানের শোভা।

আমিতো কেবলই মাটি কেটেছি।
দূর পাহাড়ের কাছে মিনতি করে
ঝর্ণার প্রস্রবন তো তুমিই এনেছো।
আজ ফুলে ফলে সুশোভিত কানন,
সে তো তোমারই মায়াবী ছোঁয়ায়।  


ক্ষুন্নিবৃত্তির জন্য আমি তো কেবল
সংগ্রহ করেছি পণ্যসম্ভার। উনুনের
তপ্ত আঁচে হাতটা পুড়েছে তোমার।  
প্রতি দিন মুখে অন্ন তুলে দিয়ে তুমি
আমাদেরকে রেখেছো সচল, সবল।


আজও এ কাননে নানা ফুল ফোটে,
কত পাখি ওড়ে, কত শিশু ছোটে!
একদিন তো দু’জনেই গতায়ু হবো।
আগে বা পরে, হয় আমি নয় তুমি।
তাদের কী হবে তা জানেন অন্তর্যামী।  


ঢাকা
১১ মে ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।