ভালবাসি ভালবাসি বলে কখনো উচ্চকন্ঠ হইনি,
উড়াইনি এ  বুকে কখনো ভালবাসার পতাকা,
ভালবাসার কোন গান কখনো উচ্চঃস্বরে গাইনি,  
অবয়বেও ছিল না হয়তো কোন  ভালবাসা আঁকা।


তারপরেও কেন ভালবাসি, শিশুর মিষ্টি হাসি?
ভালবাসি রবীন্দ্র সংগীত, নজরুলের প্রেমের গীত,
আব্বাস উদ্দিনের ভাটিয়ালী সুর, আহা কি মধুর!
সানাই এর সুরে কেন হয় মন উতলা এমন?  


নীল আকাশের বুকে কেন ওড়াই স্বপ্নিল এত ঘুড়ি,  
অপলক চোখে তাকিয়ে দেখি পাখিদের ওড়াউড়ি?
কেন ভালবাসি গল্প শুনতে, কবিতা বুনতে, আবার
কখনো কেন মনে সাধ জাগে, করি কিছু তোলপাড়?  


জানিনা কেন তন্ময় হয়ে শুনি হৃদয় মথিত গল্প,
বলতেও পারি অনর্গল, শ্রোতা থাকে যদি অল্প।
তর্কে যেতে চাইনা মোটেও, তবে সংলাপ ভালবাসি।
কথার ফাঁকে খুঁজি জিজ্ঞাসু চোখ, আড়াল করা হাসি!


কেন ভালবাসি এই সংসার আর তুচ্ছ জিনিস গুলো,
আঁকড়ে থাকি, কিছুই ফেলিনা যতই জমুক ধুলো।
কেন ভুলে যাই নিস্তার নাই, যেতে হবে সব ফেলে,
খালি হাতে যাব, সবকিছু রেখে, প্রকৃতি মায়ের কোলে!



ঢাকা
০৭ মার্চ ২০১৩
স্বর্বস্বত্ব সংরক্ষিত।