বহু পথ হেঁটে এসে ক্লান্ত পথিক,
যখন এতটুকু ফুরসৎ পায়,
বারে বারে পেছনে তাকায়,
আর ভাবে, সেই সব দিন আজ সোনালী অতীত,
যে দিনে শোনা যেত, গাওয়া যেত, বিশুদ্ধ সঙ্গীত।


পথের শুরুটা আঁকা ছিল আলপনার আঁচড়ে,
কত স্বপ্ন মাখা ছিল দু'চোখের গভীরে!
ঘাটে বাটে যত ছিল বিপত্তি হিমালয়সম,
একে একে সব পার হয়ে পথিক অদম্য
দিন শেষে ক্লান্ত হয়ে পড়ে রয় অচেনা প্রান্তরে!


ঢাকা
৩০ নভেম্বর ২০১৪
সর্বস্বত্ব সংরক্ষিত।