ভাবের জোয়ারে ভেসে
শব্দরা হেসে হেসে
দিনরাত লুটোপুটি খায়।
তাদের সে খেলা দেখে
স্মৃতির ছায়া মেখে
ছন্দরা গান গেয়ে যায়।


শব্দের খেলা আর ভাবনার মেলা
তার সাথে যোগ দেয়া ছন্দ উতলা,
এই ত্রয়ী মিলে মিশে এক হয়ে যায়,
এভাবেই কবিতা আসে পাতায় পাতায়।


মেলবোর্ন, অস্ট্রেলিয়া      
২৩ জানুয়ারী ২০২০