একটি দীপশিখা কোন এক সময়
নিভৃতে নিরালায়
টিম টিম করে জ্বলতো আপন আভায়,
উদ্ভাসিত করতো নিকটবর্তী লোকালয়।    


ক্রমে তার আলো উজ্জ্বলতর হতে থাকলো,
তার দীপন আরও বিস্তৃত হতে থাকলো,
বন্ধু-সতীর্থরা তার প্রভায় উদ্দীপ্ত হতে
প্রাত্যহিক সন্ধ্যয় তার পাশে জড়ো হতে থাকলো।


প্রথমে সে শুধু সতীর্থদের গুরু হয়ে উঠলো।
তারপর ক্রমান্বয়ে-
জ্যেষ্ঠ কনিষ্ঠ সবাই তাকে গুরু মেনে নিল,  
নিঃস্বার্থ, নিরহংকারী গুরু সবার প্রিয় হয়ে উঠলো।


গতরাতে হঠাৎ এক দমকা হাওয়ায়
সেই নিভৃত অকৃতদার আলোকবর্তিকাটি
কাঁপতে কাঁপতে নেভার দ্বারপ্রান্তে উপনীত হলো।
এখন সে হাসপাতাল শয্যায় নিভু নিভু জ্বলছে।    


হে দয়াময়, তুমি চিমনী হয়ে তাকে ঘিরে ধরো,
তুমি সলতে হয়ে তাকে উজ্জীবিত করো,
তুমি মিহি সুবাতাস হয়ে তার ফুসফুসে প্রবেশ করো,
তুমি আপন ছন্দে তার হৃদয়কে আবার স্পন্দিত করো!


ঢাকা
০২ মার্চ ২০২৩  
(আমার/আমাদের এক ঘনিষ্ঠ, মুমূর্ষ বন্ধুর আশু আরোগ্য কামনায়)