দু’পায়ে চলি ফিরি, যেথা খুশী যাই,
পেট ভরে খেতে পারি, কোন বাধা নাই।
এখনো বুক ভরে শ্বাস টানে সতেজ ফুসফুস
বাতাসের অম্লজানে তার অধিকার নিরঙ্কুশ।


এ কথা করিনা খেয়াল বিধাতার কাছে
না চাইতেই কত কিছু পাই অনায়াসে।
নিমগ্ন হতে পারি সঙ্গীতের নীরব মূর্ছনায়,
মনের না বলা কথা কবিতায় ভাষা পায়।  


কখনো ভাবিনি থেমে, বিধাতার এসব দান
বন্ধ হয়ে গেলে কিভাবে বাঁচবে এ পরান।
প্রভু, তোমার দয়ার কথা ভেবে হই নতশির
নিঃশ্বাসে প্রশ্বাসে তোমার নাম, হৃদয়ে গভীর।


ঢাকা  
১৭ এপ্রিল ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।