আমি যখন নিজের দোষ বুঝতে পেরে
লজ্জিত হই,
অনুতপ্ত হই,
ক্ষমাপ্রার্থী হই,
কিন্তু মুখে ক্ষমা চাইতে পারিনা,
তখন খুব করে চাই,
কেউ আমার চোখ দুটো দেখে পড়ে নিক
আমার নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দরখাস্তটা।


আমার প্রতি যখন কেউ অন্যায় করে,
আমি অপেক্ষা করতে থাকি,
সে নিজের ভুল বুঝুক,
লজ্জিত হোক,
অনুতপ্ত হোক,
ক্ষমাপ্রার্থী হোক।
তার চোখ যদি আনত হয় অনুশোচনায়,  
ক্ষমা চাওয়ার আগেই আমার হৃদয় গলে যায়।


ঢাকা  
২৬ এপ্রিল ২০১৬  
সর্বস্বত্ব সংরক্ষিত।