জানি,
এ জগতে সবাই একা আসে,
একাই চলে যায়।
দিন শেষে সবাই একা থাকে,
একাই রয়ে যায়।
অনন্তযাত্রায়,
কেউ কারো সাথী হতে পারে না,
চাইলেও পারে না।


তবুও,
মায়ার ইন্দ্রজাল ছড়ানো এ ভুবনে
প্রিয়জনদের সান্নিধ্য কামনা করি,
তাদের নৈকট্যের স্মৃতিকে
বুকে আঁকড়ে ধরে থাকতে চাই।
যে পাখিটা একটু আগে
শিস দিয়ে চলে গেল নানুবাড়ীতে,
তার ডানার ছোঁয়া ধরে রাখতে চাই।


স্মৃতিগুলো কিছুদিন তরতাজা থাকে।  
তারপর ধীরে ধীরে ঝাপসা হয়ে যায়,  
প্রাকৃতিক নিয়মে।
আজকের স্মৃতি, কালকের, পরশু’র-
তার আগের দিনের, তারও আগের....
সবই জমা হয়ে থাকে গোপন কোঠায়।
ক্ষণে ক্ষণে একেকটা এসে বৃষ্টি ঝরায়,
মায়ার আলিঙ্গণ হারিয়ে যায় শূন্যতায়!  


ঢাকা
১২ জানুয়ারী ২০২১