‘যে জলে আগুন জ্বলে’,  
এ জল সে জল নয়,
এ জল থাকে দুই সরোবরে
এ জল আগুন নেভায়।


এ জল সে আগুন নেভায়,
যে আগুন হৃদয় পোড়ায়
ব্যথায়, বিয়োগে, ব্যর্থতায়।  


প্রথমে উদ্বায়ী হয়ে
উঠে আসে দু’চোখের পাতায়।
ঘনীভূত হয়ে দু’চোখের পাতা  
ঝাপসা করে দেয়।  
তারপর ঝরে ঝরে অকাতরে,  
মনের বহ্নিশিখা নিভিয়ে দেয়
অবলীলায়!    


নেত্রনালি শুকিয়ে গেলে, এ জলে
সরোবর পূর্ণ থাকলেও আঁখি ভিজে না।
মনের অনল তখন ধিকি ধিকি জ্বলে,
সে অনল আর কভু নেভানো যায় না!


ঢাকা
০৭ অগাস্ট ২০২১