এখন আষাঢ় মাস; বৃষ্টি নয়, অতিষ্ঠ হয়ে আছি
ঘাম ঝরানো ভ্যাপসা গরমে।
শরীরের সে অস্বস্তি এখন আমার মনেও।    
মনের মাঝে কখনো বোশেখ, কখনো বসন্ত,    
কখনো আন্দোলিত হই, কখনো হিল্লোলিত,
এমন মনটা আর কার হতে পারে, আমার ছাড়া?


বিজ্ঞানমনস্ক যুবার সযত্ন অধ্যবসায় সত্তেও  
ক্রমাগতভাবে গবেষণায় বিফল হওয়া-
সে যুবা তো আমি বই কেউ নয়।
অস্থির, ছটফটে, চঞ্চলা কিশোরীর উৎকন্ঠা-
সেটা আমার চেয়ে আর কারও মাঝে অধিক নেই।  
অতি সামান্যতেই আমি উৎকন্ঠিত হই, উদ্বেলিত হই।  


হবে, হবে, একদিন হবে-
এ আশা বুকে জপেছে আমার চেয়ে কে বেশী, কবে?
এ আশা আমি প্রকৃ্তির কাছ থেকে ধার করে নিয়ে আসি।
দ্য বেস্ট ইজ ইয়েট টু কাম-
এটা তো আমারই অন্ধ বিশ্বাস! এ বিশ্বাসের প্রাচীর আমি
একটা একটা করে ইট গেঁথে আশৈশব নির্মাণ করে চলেছি।
  


ঢাকা  
০৭ জুলাই ২০১৮
সর্বস্বত্ব সংরক্ষিত।