জানালার গ্রিল ধরে একটু দাঁড়াই,
তোমাকে দেখার জন্য, অপরূপা!
মাত্র চার ইঞ্চির ব্যবধান গলিয়ে
মুগ্ধ দৃষ্টি মেলে শুধু দাঁড়িয়ে থাকি,
কখনো হয়না তেমন কোন কথা!  


ভূলোকে আমি, দ্যুলোকে তুমি,
অপলকে দেখে থাকি তোমার রূপ,
আমি আছি গৃহকোণে তুমি অনন্তে,
বিহ্বল আমি, তুমি নির্বাক, নিশ্চুপ!


কখনো তুমি নীলাম্বরী,
কখনো শুভ্রবসনা।
কখনো কালো ছায়ায় আবৃত তুমি,
বক্ষে বয়ে বেড়াও বৃষ্টির জলকণা।


যেভাবেই থাকো, তুমি অনন্যা।
তোমাকে একটুখানি দেখার জন্য
আমি হয়ে রই আনমনা।


ঢাকা
২৪ জুলাই ২০১৯


(গতকাল সন্ধ্যায় এবং প্রায় মধ্যরাতে আকাশটাকে ভাল লেগেছিল। প্রায় প্রতি রাতে শোয়ার আগে একবার আকাশটাকে দেখে নেই। আকাশ আমায় যখন তখন হাতছানি দেয়।)