যদি একটি তারা মিটমিটিয়ে মেঘলা রাতে,
লক্ষ কোটি যোজন দূরে
ছায়াপথের প্রান্তসীমায় জ্বলে,
কি জানি কোন যাদুর মায়ায় এক নিমেষে,
তার আলোটুকু মলিন হলেও পৌঁছে এসে,
তন্দ্রা যাওয়া এই মানসের নিস্তরঙ্গ সরোবরে
প্রবেশ করে ঢেউ খেলিয়ে বদ্ধ মনের কপাট ফুঁড়ে।


জোনাক জ্বলার মত,
হলুদ সবুজ কমলা কনক হরেক কিরণে,
ছড়িয়ে আলো একাধারে নয়তো ক্ষণে ক্ষণে্,
খোঁজে অবিরত, অনুভূতি শত,
ঢেকে রাখা মনের কোণে ছাই চাপা আগুনে।


ঢাকা
১৫ ফেব্রুয়ারী ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।