পৃথিবীর সব নারী অভিমান করে, কারণে অকারণে।
আর বঙ্গললনাদের মত অভিমানী আছে বা ক'জনে?
অন্য কোন জাতির রমণীকূলে এতটা অভিমান নেই।  
অভিমান কথাটা তাই আছে শুধু বাংলা অভিধানেই,
বিশ্বের আর কোন ভাষায় এর কোন প্রতিশব্দ নেই।


অভিমানী মন, সেতো পাল ছেঁড়া নাওয়ের মতন।
কখন কোথায় ঘুরে যাবে, সে খবর রাখেবা ক'জন?
একটু আদর, একটু সোহাগ বই সেতো কিছু চায়না,
অভিমান নজরে না এলে দুঃখ তার কিছুতে যায়না।
নজর পেলে, সবকিছু যায় ভুলে, রাগ আর রয়না!


পাদটীকাঃ অভিমানী বঙ্গললনাদের প্রতি উৎসর্গিত।


ঢাকা
০৯ নভেম্বর ২০১৪
সর্বস্বত্ব সংরক্ষিত।