কিছু কিছু ছবি
হঠাৎ আলোর ঝলকানির মত
চারিদিক উদ্ভাসিত করে যায়।
তারপর যদিও বা হারিয়ে যায়,
রেখে যায় জ্যোৎস্নার মত কিছু
স্নিগ্ধ আভা, চোখ ও মনের গভীরে।  


কিছু কিছু অচেনা হাসি,
যতক্ষণ লেগে থাকে উচ্ছ্বল মুখে,
তা অবিরত মুক্তো ঝরিয়ে যায়।
কিছু কিছু মুখ অচেনা হলেও
অচেনা থাকেনা, শৈশবে পাঠ করা
কবিতা ও ছড়ার মত মুখস্ত হয়ে যায়।


ঢাকা
০৮ সেপ্টেম্বর ২০১৪
কপিরাইট সংরক্ষিত।