হ্রদের পাড় ঘেঁষে পায়ে চলা পথ ধরে
হেঁটে যায় আত্মমগ্ন কিছু বেভুল পথিক।
কেউ কেউ প্রেমিক যুগল, কেউ শুধুই
আনমনে হেঁটে যাওয়া কোন মুগ্ধ কবি,
আহত হয়েও যে মনে মনে রচে যায়
অবিনাশী প্রেমের পংক্তিমালা। ওদের
কথায় কান পেতে রয় শান্ত দিঘীর জল,
নির্বাক ল্যাম্প পোস্ট, কিছু ঝরা পাতা,
আর কিছু পর্ণমোচী উদাসী ডালপালা।
ওদের শ্রান্তি নিরসনে বুক পেতে বসে
ওদের পথ চেয়ে থাকে কিছু শূন্য আসন।
পাখিরাও মৌন হয়ে শোনে ওদের কথা।


ঢাকা
২২ মে ২০১৮
ছবিস্বত্বঃ ইলা সালাহউদ্দিন।