ঝাঁকে ঝাঁকে দল বেঁধে সবুজ টিয়ারা
ওড়াউড়ি করে, খুশিতে আত্মহারা!    
ডাকাডাকি করে ওরা আসে আর যায়,  
শাখায় শাখায় বসে কখনো গান গায়।    


বানরেরাও পাল্লা দিয়ে আনন্দে ঝোলে      
গাছ থেকে গাছে আর ডাল থেকে ডালে।    
বানর মায়ের কোলে ঝোলে তার শিশু,  
দোল খাওয়া শেষ হলে হাঁটে তার পিছু!


চড়ুই, বুলবুলি আর শালিকেরা এসে,  
মনের খুশিতে গায় একসাথে বসে।
শুভ্র মেঘ ভেসে যায় আত্ম মগনে,    
অভ্র-আবির ছড়ায় সায়াহ্ন লগনে।    


ঢাকা
০২ শ্রাবণ ১৪২৭
১৭ জুলাই ২০২০