একের সাথে এক যোগ হয়ে,
ফল হয়ে যায় দুই।
দুই এর পরে ধাপে ধাপে,
যোগ হয় অনেক কিছুই!


দুই থেকে যদি এক চলে যায়,
ফল হয়ে যায় শুন্য।
একের পাশে ঘুরে ফিরে, বৃত্তাকারে,
থাকে শুধু সব হারানোর দৈন্য।


(প্রকৃতি প্রাকৃ্তিক নিয়মেই জোড়া সর্বস্ব। এক খুঁজে বেড়ায় দুইকে, এক আর দুই মিলে হয় তিন, চার, পাঁচ ইত্যাদি। কিন্তু এক আর এক দুই, এই দুই থেকে যেকোন একটি চলে গেলে ফলাফল হয়ে যায় শুন্য। পাটিগণিতের হিসেবে এটা বিভ্রান্তিকর, কিন্তু জীবনের একটি আলাদা হিসেব রয়েছে।)


ঢাকা
২১ মার্চ ২০১৪
সর্বস্বত্ব সংরক্ষিত।