এইতো সেদিনের সেই সন্ধ্যায়,
শুভমিতা আর রুপঙ্কর এর
মঞ্চসঙ্গীত শুনছিলাম সবান্ধবে,
একাগ্রচিত্তে, বেশ আনমনা হয়েই।


আমার আসনটি ছিল একেবারে
'আইলের' কিনারায়, তৃ্তীয় সারিতে।
হঠাৎ সামনের সারি থেকে,
লাল সাজে সজ্জিতা তরুণীটি উঠে এল।


ভেবেছিলাম, হয়তোবা পেছনের দিকে যাবে
যেখানে চা-কফি ও খানাপিনার আয়োজন ছিল।
কিন্তু না, আমাকে চমকে দিয়ে হঠাৎ করেই
মেয়েটি আমার পা ছুঁয়ে সালাম করলো।


আমার দৃষ্টি নিবদ্ধ ছিল শিল্পী শুভমিতার প্রতি,
তাই মেয়েটির মুখের দিকে তাকানো হয়নি।
সালাম করা দেখে ভেবেই নিয়েছিলাম,
হয়তো পরিচিত কোন আত্মীয়া হবে সে।


পা ছোঁয়া শেষে আমার মুখের দিকে তাকিয়ে
মেয়েটি বললো,"নাজীব মামা না?"
ততক্ষনে বুঝে গেছি, সে ভুল করেছে।
সেও বুঝে গেছে আমি 'নাজীব মামা' নই।


মেয়েটি 'সরি' বলে দ্রুত প্রস্থান করলো।
আমিও হাঁফ ছেড়ে বাঁচলাম। পাশে বসা
বন্ধুরা এই নিয়ে বেশ হাসাহাসি করলো।
মেয়েটি তার মাসহ পরে পুনরায় এলো।


তারা উভয়েই পরিচিতির এই ভ্রান্তিযজ্ঞে
কিছুটা বিব্রত হলেও, হাস্যোকৌ্তুক ছলে
ব্যাপারটা হাল্কা করে দিল। আমিও এই
ভ্রান্তিবিলাসটুকু বেশ উপভোগ করেছিলাম।


অনুষ্ঠানশেষে বের হওয়ার সময় পুনরায়
মেয়েটির দেখা পেয়েছিলাম। কাছে ডেকে
তাকে জানালাম, আমি 'নাজীব মামা' না হলেও
একজন মামার আশীর্বাদ সে ঠিকই পেয়েছিল।


ঢাকা
০৭ ডিসেম্বর ২০১৩
কপিরাইট সংরক্ষিত।