দার্শনিক Plato বলেছেন,
"At the touch of love, every man becomes a poet"
"অর্থাৎ, ভালবাসার ছোঁয়ায় পুরুষ মাত্রই কবি বনে যায়।"


কথাটা শোনা্র পর থেকেই ভাবছি,
ভালবাসার ছোঁয়া কি?
প্রকৃতির স্নিগ্ধ ছায়া? কিশোরীর অবুঝ চাওয়া?
নিঝুম সন্ধ্যায় পান্থ পাখীদের কূজনে কান পাতা?
হয়তো তাই, অথবা হয়তো এসব ভাবনা অযথাই!


বৃষ্টির প্রথম ছোঁয়ায় যেমন কদম চোখ মেলে,
বেতস লতা তরতরিয়ে জেগে উঠে,
ভালবাসার ছোঁয়াও হয়তো তেমনি
পুরুষের শুকনো নদীতে বান এনে দেয়,
মনে্র আকাশে সাতরঙা রংধনু এঁকে দেয়।
অপলক দু'চোখে সে পৃথিবীর শোভা দেখে,
গান শোনে, ছবি আঁকে, সুর ভাজে।
রবীন্দ্র সঙ্গীত কিংবা ধ্রুপদী তার কানে একই লয়ে বাজে।


নূপুরের নিক্কন শুনে
কিংবা 'চঞ্চল ফুলসম' কানফুলের দোলা দেখে
দোলায়িত হয় তার মন,
স্পর্শ চায়, খুঁজে বেড়ায় একটি নরম হাত।
নিজের হাতে মুষ্টিবদ্ধ রেখে জীবনের গল্প শোনাতে,  
একাগ্র প্রগলভতায়।
অথবা হাতের পিঠে হাত রেখে স্নিগ্ধ কবিতা শোনাতে,
নীরবতায়, বিহ্বলতায়।


প্রতিটি কবিই যেন ভালবাসার ভিখারী,
শয়নে, স্বপনে, জাগরণে।
ভালবাসার কাছে কবি অকারণে নত হয়,
কিসের আশায়?


ঢাকা
০৯ জানুয়ারী ২০১৩।
সর্বস্বত্ব সংরক্ষিত।