সংসার কোলাহল মাঝে, চুপিসারে
প্রাত্যহিক জীবনের কিছুটা সময়
লুকিয়ে রাখি শুধু নিজের তরে।
ভুলে যাই সব কিছু,
এটা নেই, ওটা নেই,
নেই নেই ভাবনাটা তবু নেয় পিছু।


কোথায় কবে কার ছিল সব কিছু?
রাজা রাণীর যদি নেই থাকতে পারে,
সেনাপতি ভূমিপতি কোটিপতি সবাই,
নেই এর কথা ভেবে শুধু দীর্ঘশ্বাস ছাড়ে,
মাওলানা, ভিক্ষু, পাদ্রী, পন্ডিত মশাই,
নেই নেই আছে সবার অন্তরে, যারপরনাই!


তাহলে আমায় কে, কেন দেবে ছাড়?
জানি, জীবন কেটে যাবে এই 'নেই' এর মাঝার!


ঢাকা
১৫ ফেব্রুয়ারী, ২০১৩
সর্বস্বত্ব সংরক্ষিত।