চোখ বুঁজলেই তোমায় দেখতে পাই,
ম্লানমুখে চারপাশে দাঁড়ানো সবাই,
উপরে রাখা আছে বাঁশ আর চাটাই,
একটা শয্যা পাতা বিছানা ছাড়াই।  


নতুন সংসারে যাবো কি আছে সম্বল?
মাটির বিছানা আর মাটির কম্বল।
আঁধারে যে আলো পাবো, নেই ভরসা,
আঁধারেই শুরু হবে কঠিন জিজ্ঞাসা!


মাটির দেয়াল যখন চাপ দেবে কষে,
শুনেছি ক্বোরান হবে উপায় অবশেষে।
সে ঐশী বাণী করেছি কতটা ধারণ,  
বিচলিত হবার আজ সেটাই কারণ।


চোখ বুঁজলেই থাকি দেখার আশায়,
তোমার ক্ষমার আলো আমায় হাসায়।
পাপের বোঝা যেটুকু হয়েছে জমা,
শিরোপরি নিয়ে খুঁজি তোমার ক্ষমা।


ঢাকা
১৬ জানুয়ারী ২০১৪
সর্বস্বত্ব সংরক্ষিত।