কবিতার নভোমন্ডলে এক নিষ্প্রভ নক্ষত্র
আপন কক্ষপথে নিভৃতে বিচরণ করছিলো।
বহু আলোকবর্ষ দূরে থাকা আরেকটি নক্ষত্র  
আপন আলোর প্রভায় মিটিমিটি জ্বলছিলো।  


নিজ নিজ কক্ষপথে তারা আপন গতিতে ঘুরছিল।  
কালের পরিক্রমায় ক্ষণিকের তরে কছে এসেছিল।  
পুনরায় তারা নিজ কক্ষপথে ক্রমশঃ বিলীন হলো।
ঠিকানা রাখলোনা কেউ, রেখেও লাভ হতো না!


ঢাকা
২৭ জুন ২০১৪
সর্বস্বত্ব সংরক্ষিত।