ছোট্ট পাখীর ছোট্ট ঠোঁটে, একটি দুটি খড়কুটো,
শুকনো ডাল আর মরা ঘাস, শুকনো পাতা এক দুটো।
সকাল থেকেই দেখছি তাকে, এই আছে তো এই নেই,
ফুড়ুৎ করে আসে আবার, যায় যে উড়ে ফুড়ুৎ করেই।


ঘর বাঁধার স্বপ্নে বিভোর, মন করে তার আনচান,
বাসবে ভালো সঙ্গীটাকে, এই নিয়ে সে হয়রান!
ডিম পাড়বে নতুন নীড়ে, কৃষ্ণচূড়ার মগডালে,
তা' দিবে আর গান গাবে, লোক চক্ষু্র আবডালে।


পাখী তোমার ঘরে ফুটুক, রং বেরং এর সব ছানা,
বড় হয়ে ওরাও উড়ুক, নীল আকাশে মেলে ডানা।
সঙ্গীটাকে সাথে নিয়ে, ঘর বেঁধেছো নিজ মনে,
তোমায় দেখে ভাসবে সুখে, সব প্রেমিকই এই ক্ষণে।


পাদটীকাঃ একটি পাখীর ঘর বাঁধার তৎপরতা দেখে অনুপ্রাণিত হয়ে কবিতাটি লেখা।


ঢাকা
০৩ ফেব্রুয়ারী ২০১৩
সর্বস্বত্ব সংরক্ষিত।