কেবল একটি দিনের অপেক্ষা, তাও এতটা অসহনীয়?
মাত্র একটি দিন, এটাকেই অনন্তকাল বলে মনে হলো?
বেশ তো, তাই যদি মনে কর, তবে আমিও খুশী মনেই
অনন্তকাল ধরে অপেক্ষা করে থাকবো তোমার শুধু
একটি কথার জন্য। আর তা যদি পাই, যুগযুগ পরেও,
ভেবে নিব, মাত্র একটি দিন পরেই আমি তা পেয়েছি।


কোন অনুযোগ থাকবেনা,  কোন রকম অভিযোগও
করবোনা কারও কাছে। শুধু নীরব প্রতীক্ষায় থেকে
কান পেতে শুনে যাবো কোন উদাসী ডাহুকের গান।
আর প্রতিদিন একবার করে ঘুরে আসবো তোমার ঐ
মনের আঙিনা থেকে। সেখানে যদি তুমি শ্বেতপতাকা
হাতে দাঁঁড়িয়ে থাকো, তবে কিছু কথা হতে পারে।


দেরী কর, যতদিন পারো। আমার কোন তাড়াহুড়ো
নেই। যেদিনই শুনতে পাব তোমার মনের একটি গান,
সেদিনই ভুলে যাবো সব অবহেলা, সব মান অভিমান।
মনে করবো তোমার সাড়া পেলাম মাত্র একটি দিন পর।
তারপর সবকিছু শোধবোধ হয়ে যাবে, সবকিছু আবার
নতুন করে শুরু হবে। প্রতীক্ষার সমীকরণ সহজ হবে।


ঢাকা
২১ জুলাই ২০১৪
কপিরাইট সংরক্ষিত।