পুষ্পকাননে যখন কোন
বর্ণিল, দৃষ্টিনন্দন ফুল ফোটে,
তখন চেনা অলিকুলের সাথে
কিছু অচেনা ভ্রমরও চলে আসে।


গুনগুন গান গেয়ে তারা
খুশীমনে ফুলের প্রশস্তি গায়,
তারপরে আলতো ছোঁয়ায়
ফুলে বসে মধু খেয়ে যায়।


কবিতার আসরে যখন কোন
ভালো কবিতা ছাপা হয়,
তখন চেনা পাঠকের সাথে
কিছু অচেনা পাঠকও চলে আসে।


কবির কবিতা পড়ে পাঠক
নিজেকে খুঁজে থাকে কবিতায়।
কবিতা মন ছুঁয়ে গেলে তারা
মনের কিছু কথা রেখে যায়।


ঢাকা
০১ আগস্ট ২০১৪
সর্বস্বত্ব সংরক্ষিত।