বাঁধন খুলে দাও, ওদের বাঁধন খুলে দাও।
বাঁধন খুলে মুক্ত করে হেসে উঠতে দাও।


ঠিক যেমন করে ফুলের বনে বাতাস এলে,  
ফুলগুলো খায় গড়াগড়ি, ঢুলে ঢুলে, হেলে দুলে,
তেমন করে হেসে উঠুক, ক্ষণে ক্ষণে উথলে উঠুক,
চলার পথে, তালে তালে নেচে উঠুক, ভেসে উঠুক।


নিজের মাঝে বাঁধন কষে, নিজেই যে চাও স্বাধীনতা,
মুখে শ্লোগান স্বাধীনতার, বক্ষে শাসাও দোদুল্যতা।


পাদটীকাঃ  দ্বৈত চেতনা!


ঢাকা
২৮ জুন ২০১৪
কপিরাইট সংরক্ষিত।