দুঃখ মানে
সোজা কথা বলতে গিয়ে সবার বিরাগভাজন হওয়া,
কোলাকুলি করতে গিয়ে পিঠের মাঝে ছুরি খাওয়া।
জটিল মনের কুটিল ভাষার বর্শাবানে বিদ্ধ হওয়া,
বন্ধুবেশী ছদ্মবেশীর কোপানলে দগ্ধ হওয়া।


দুঃখ মানে
প্রবোধ দেওয়া অবুঝ শিশুর প্রবোধটুকু মিথ্যে হওয়া,
এতিম শিশুর মুখের গ্রাসে ভাগ বসিয়ে কামড় দেওয়া।
অবুঝ নারীর প্রেম কাহিনীর সত্য ভাবা প্রেমের কথা,
হঠাৎ করেই মিথ্যে বনে সবুজ মনের তীব্র ব্যথা।


দুঃখ মানে
রোদ চশমার আড়াল নিয়ে বিষাদ মাখা অশ্রুজল
ঝরিয়ে ফেলে দেখতে থাকা জলে ভাসা নীলকমল।
লোক দেখানো এই তাকানো ধরা পড়ে যায় যদি,
লাজুক হেসে কাছে ঘেঁষে মুছে ফেলা চোখ-নদী।


দুঃখ মানে
অলস দিনে উদাস মনে ঘুঘু পাখীর ডাক শোনা,
পথের পানে চেয়ে থাকা বিরহিনীর দিন গোনা।
নীড়বাঁধা পাখীর সাথী নিখোঁজ হওয়া তির বেঁধে,
সাথীর কথা ভেবে ভেবে কূজন করা কেঁদে কেঁদে।


ঢাকা
০২ মার্চ ২০১৩
কপিরাইট সংরক্ষিত।