এক ছিলো বুড়ো আর এক ছিলো বুড়ী,
বুড়ো ছিলো সাধারন, তবে বুড়ী সুন্দরী।
তারা একসাথে নিজেদের সংসার করি,
ছেলেপুলের সংসার এখন দিচ্ছে গড়ি।


ঘুমোবার কালে যদি বুড়ো কখনো দেখে,
ঘুমুচ্ছে বুড়ী তার, গালে হাতটি রেখে।
আস্তে করে হাতটি ধরে নিজের হাতে নেয়,
বুকের উপর হাতটি রেখে হাত বুলিয়ে দেয়।


বুড়ী যদি এসে শোনে ডাকছে বুড়ো নাক,
চুপটি করে খাটে উঠে, করেনা হাঁকডাক।
পায়ের কাছে চাদর বা কাঁথা একটা থাকে,
ওটা দিয়েই বুড়ী বুড়োর শরীরটাকে ঢাকে।


বুড়ো বুড়ীর ঘরটি পুরো ছেলে বউ নিয়ে,
নাতি-নাতনি কেউ আসেনি চিন্তিত তা নিয়ে।
বুড়ীই বেশী চিন্তা করে, দেয়না বুড়ো সাড়া,
বেশী বললে প্রশ্ন করে কিসের এত তাড়া?


মনে পড়ে যায়, পড়েছিলেম ছোট্ট বেলা্য,
"হাঁসি বলে হাঁসা, আর হাঁসা বলে হাঁসি,
এই নিয়ে  হাঁসা হাঁসি করে হাসাহাসি"।
বুড়ো আর বুড়ীকে দেখে এখন মনে হয়,
বুড়ী বলে বুড়ো, আর বুড়ো বলে বুড়ী,
এই নিয়ে বুড়ো বুড়ী করে মশকারি।


ঢাকা
০৩ মার্চ ২০১৩
কপিরাইট সংরক্ষিত।