যে হাত তোমার গায়ে-মাথায় পরশ বুলায়,
পরম স্নেহ মমতায়, ভালোবাসায়,
সে হাতটিকে একবার ভালো করে দেখো,
দেখবে সেখানে কত রূঢ় ইতিহাস লিখা আছে!  


যে হাত রাঁধে বারে, কখনো আগুনে পোড়ে,
সে হাতদুটো একবার নিজ হাতে নিয়ে উল্টে দেখো।
যে হাতদুটো দেয় তোমাকে স্নেহশীতল পরশ, দেখবে,
সে হাতে চর্মের সাথে মিশে আছে কত তপ্ত ক্ষতচিহ্ন!  


মুখে অন্ন তুলে দেওয়া সে দুটো হাতে
কত মায়া, কত স্নেহ, কত ভালবাসা!
একবার কি ভেবেছো কখনো, কর্মঠ সে দুটো হাতে,
হচ্ছে কি কোন ব্যথা? নিশীথে দুপুরে ও প্রাতে?


নারী, তোমার দুটো হাত,
আমাদের জীবনের কান্ডারি, আঁধারে আলোর দিশারি।
সে হাতের পরশ ছাড়া
আমাদের জীবন হয় অসফল, আমরা হই ভাগ্যহারা!


ঢাকা
১২ সেপ্টেম্বর ২০১৪