এখন আমি আর একা নই,
অশ্রুই এখন আমার নিত্যসঙ্গী।
তাই, কি করে বলি আমি একা?
কতোনা  মুখ এসেছে আর গেছে,
তোমারটা সহ, আমার জীবনে।
সবাই আমাকে একেলা রেখে গেছে,
আঁধারের চেয়েও আঁধার করে গেছে,
তুমিও বিস্মৃত, আমি যে কতটা একা!


অশ্রু আমাকে জড়িয়ে ধরে বলে, 'আমি আছি'!
সে নিত্য আমার চোখ দুটোকে পরিপূর্ণ রেখেছে,
বেদনার নীল মুহূর্তগুলোকে লুকিয়ে রেখেছে,
সদা সর্বদা আমার পাশে এসে চুপিসারে বলেছে,
'চিন্তা করোনা, আমি তো আছি।' এরপরেও...
কি করে বলি আমি একা? অশ্রু আমার নিত্যসঙ্গী!


মূলঃ  Sanu Puthupallil


অনুবাদঃ  খায়রুল আহসান


Sanu Puthupallil ভারতের কেরালা রাজ্যের একজন কবি। তার মূল কবিতাটি নিম্নে উদ্ধৃত হলোঃ


Tears


Now I am not alone in this world,
My tears are always with me,
then how can i become alone? ?
So many faces came to my life'
Including YOURS
But everybody left me alone
And make my life darker than dark..
Even you too didn't remember that I am alone

But she, my tears, hold me tightly, and said
'I am here for you.....'
she always filled my eyes, and
hide the pain full moments from me..
She always came to my side and
Murmured me to forget worries
yes she is always with me,
then how can i become alone? ? ?


Sanu Puthupallil


ঢাকা
০৪ ডিসেম্বর ২০১৩
কপিরাইট সংরক্ষিত।