প্রিয়তমা, আজ হঠাৎ করেই এক সিদ্ধান্ত নিলাম,
আমার এ কাঁধ দুটো তোমাকে লীজ দিয়ে গেলাম।
৯৯ বছরের জন্য অনন্ত পারপেচুয়াল লীজ, যখন
ইচ্ছে হবে, তখনি তুমি এখানে এসে রাখতে পারবে
তোমার মাথা, গাল আর চিবুক। আর যদি চাও,
তবে ঘুমুতেও পারবে এখানে মাথা রেখে, নিশ্চিন্তে!


যদি কখনো চাও, গভীর আলিঙ্গনে কেউ তোমাকে
আঁকড়ে ধরুক, আমিতো সদা উদ্বাহু হয়েই আছি,
এবং থাকবোও, যতদিন তুমি আর কারো বাহুদ্বয়
খুঁজে না পাও। আমাকে আঁকড়ে ধরেই তুমি পরম
নির্ভরতায় নিবিষ্ট থাকতে পারবে তোমার স্বপনে।
সময়ের কোন তাড়া নেই। যতক্ষণ চাও, থেকো।


প্রিয়তমা, যদি কখনো তোমার চোখ থেকে ঝরে পড়ে
শ্রাবনের ধারা, আমার প্রশস্ত বক্ষই হতে পারে তার
শ্রেষ্ঠ আধার। গোপনে লুকিয়ে রাখবো তোমার সকল
অশ্রু, এক ফোঁটা জলও কেউ দেখতে পারবে না।
বেলা অবেলার কোন ভয় যেন তোমাকে না থামায়,
যখন খুশী, চলে এসো। ব্যথার গান গাবো দুজনে মিলে।


কখনো যদি একটি হাতের খুব প্রয়োজন হয়, এদিকে
আসলেই তুমি দুটো পেয়ে যাবে। টলমলে পায়ে তোমায়
হাঁটতে হবেনা। শক্ত হাতে ধরে তোমায় পার করে নিব
জীবনের সবচেয়ে বিপজ্জনক সেতুর ওপারে। অনিদ্রা
যদি তোমায় জাগিয়ে রাখে রাতের গভীরে, তবে ডেকে
নিও আমায়। শুনিয়ে আসবো কিছু ঘুম পাড়ানিয়া গান।


ঢাকা
২৪ সেপ্টেম্বর ২০১৪
কপিরাইট সংরক্ষিত।