স্বাগতম, হে অতিথি।
সেদিন পড়ন্ত বিকেলে তোমার মায়ের
টেলিফোন পেলাম। এ ধরায়  তোমার
আগমনের বার্তা যেন আমাদের মাঝে
খুশীর বন্যা নিয়ে এলো। মনে হলো,
পৃ্থিবীর সমস্ত খুশীর ঢেউগুলো যেন
আছড়ে পড়ছে তোমার মায়ের মুখে।


বিকেল তখন পাঁচটা, বাইরে নিস্তেজ
রোদ আর গাছপালা। অলিন্দের খোলা
কপাট দিয়ে দেখা যায় ডানামেলা কিছু
পাখির ওড়াউড়ি। ঘরে বসে দেখছিলাম
বাংলাদেশের ক্রিকেট খেলা। এমন সময়
খবর এলো, তুমি আসবে, ছ'মাস পরে।


জানি এখনি তুমি আমার এ স্বাগতবাণী  
শুনতে পাবেনা, তবে এটা জমা থাকবে
আমার নোটে, ল্যাপটপে। অন্ধকার জঠর
থেকে যেদিন বেরিয়ে আসবে তুমি ধরায়,
তোমার প্রথম কান্নার সাথে সাথেই আমার
'স্বাগতম' পৌঁছে দিতে চাই তোমার কানে।


ধন্য হোক এ জগৎ, ধন্য হোক ধরার সবাই,
তোমার শুভাগমনে। তোমার আসার খবর
খুশীর বারতা হয়ে পৌঁছে গেছে সবার কানে।
এখানে আমরা সবাই অধীর আগ্রহে প্রতীক্ষায়,
কবে গর্বিত মায়ের কোলজুড়ে শুয়ে থাকা
ফুলপরীর মত তোমার ছোট্ট মুখটি দেখবো!


পাদটীকাঃ লন্ডন প্রবাসী আমার ভাগ্নীর মা হওয়ার সম্ভাবনার খুশীর সংবাদ পেয়ে কবিতাটি লিখেছিলাম।


ঢাকা
১৯ মার্চ ২০১৩।
কপিরাইট সংরক্ষিত।