ফোলা গাল, রাঙা নাক, অশ্রু সিঞ্চন।
আদরীনি বঙ্গনারীর এটা অঙ্গ ভূষণ।
'অভিমান' শব্দে তার একচ্ছত্র অধিকার,
যার প্রতিশব্দ নেই, কোনো ভাষায় আর।


তার অকারণে চোখে জল, করে ছলছল,
সেটা লুকোবার তরে, সে করে কত ছল!
রুমালের কোণে নয়তো শাড়ীর আঁচলে
মুছে ফেলে, তবু বহে নাসিকা কপোলে।


নাক ফুলে লাল, আর লাল দুটো গাল,
দুয়ে মিলে বলে দেয় সে যে বেসামাল।
বাহিরে সবই ঠিক, ভেতরে কিছু ফাঁক,
তার মাঝে বয়ে চলে, জীবন ঠিক ঠাক।


ঢাকা
০২ অক্টোবর ২০১৪
সর্বস্বত্ব সংরক্ষিত।