এক ডিমের কুসুম ভাসছে দেখি দিগন্ত রেখায়,
জলে পড়ে তার প্রতিবিম্ব কাঁপছে দফায় দফায়।
সোনালী আবির ছড়িয়ে দিয়ে সে এখনই ডুববে,
জলের অতল তলে ডুবে সে কি যেন খুঁজবে!


নিঃশব্দে আঁধার নেমে গোধূলিকে গ্রাস করছে,
অস্তরাগের আগে হাটে বাটে কোলাহল বাড়ছে।
পাখিকূল ফিরে আসছে আপন আপন কূলায়,
ঘুমাতে যাবার আগে তারা সমস্বরে গান গায়।


সন্ধ্যালোকের আবছা আলোয় হাটুরে কৃষকেরা
তাদের সওদার পসরা সব গুটিয়ে নিচ্ছে,
কেরোসিনে কুপির সলতে ভেজায়ে দোকানীরা
নিজ নিজ চাতালের কুপিতে আগুন দিচ্ছে।


জলে জঙ্গলে ধীরে ধীরে নামে গাঢ় অন্ধকার,
ঝিঁ ঝিঁ পোকাদের ডাক আর শেয়ালের হুংকার
রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে কানে এসে বাজে,
জোনাকির আলো জ্বলে আর নিভে, মাঝে মাঝে।


ঢাকা
২৮ অক্টোবর ২০১৪
সর্বস্বত্ব সংরক্ষিত।