সাগরের সুগভীর তলদেশে
একটার পর একটা ভূকম্পন অনুভূত হচ্ছে।
এখনো যদিও সেগুলো মৃদু পর্যায়েই ঘটে যাচ্ছে,
তবুও কে জানে, হয়তো কোন অজানা কুক্ষণে
আচমকা সেসব বিধ্বংসী সুনামি হয়ে আসবে!
জাত অজাত চিনবেনা, সবাইকে ভাসিয়ে নেবে।


মাঝি মাল্লারা সাবধান হয়ে যাও!
সাগরের তীর উপচিয়ে ধেয়ে আসবে প্রলয়ঙ্করী
জলোচ্ছ্বাস একের পর এক। উন্মত্তা, উন্মাতাল
নৃত্যরতা নারীদেহ যেভাবে ডুবায় ভোগকাতর
প্রমত্ত পুরুষচিত্ত, সেভাবেই তরঙ্গে তরঙ্গে ডুববে
ভিটেবাড়ী, গাছপালা আর যত আশ্রয় পোতাশ্রয়।


আবহাওয়া অফিসের সব যন্ত্র বিকল হয়ে আছে।
প্রকৌশলীরা পালাক্রমে রুটিন বুলেটিন দিয়ে যাচ্ছে।
ঈষাণ কোণে মেঘ জমলে তা সবাই দেখতে পায়।
সাগরতলের উত্তপ্ত ঢেউ এর খবর কেহ নাহি পায়।
রৌদ্র করোজ্জ্বল দিনের প্রার্থনা করে লাভ হবে না,
সুনামির ঢেউ রোদ বৃষ্টি ঝড়, কিছুই মানবেনা।


চুনোপুটির দলতো যাবেই ভেসে, সেই সাথে যাবে
রাঘব বোয়ালেরও দল। অদৃষ্টের জালে আটকা পড়ে
সব হাঁসফাঁস করবে। একটাও ফসকে বেড়িয়ে যেতে
পারবেনা! সে প্লাবনে কেউ পাবেনা খুঁজে নূহের নাও,
কাতর আর্তনাদেও। সুনামির পর বিধৌত জমিনের
আনাচে কানাচে আবার গড়ে উঠবে নব্য জনপদ।



ঢাকা
০২ নভেম্বর ২০১৪
কপিরাইট সংরক্ষিত।