চলো যাই একান্তে কোথাও,
যেখানে পাবো দু'দন্ড অবসর,
ব্যস্ততা ভুলে একে অপরের দিকে তাকাবার,
জেনে নিতে নিবিড় ইচ্ছেগুলো তোমার আমার।


কোথায় যাবো?
যেখানে কোন সেলফোনের নেটওয়ার্ক নেই।
পাখির কলতান হবে প্রত্যুষের প্রথম সঙ্গীত,
ঠান্ডা এক গ্লাস খেজুরের রস হবে প্রথম পানীয়।


সেখানে কী করবো?
কিছু না করেও কী করা যায় তা ভেবে দেখবো।
অলস সময় শেষ কবে কাটিয়েছি তা ভাববো।
যে গল্পের শেষ নেই, তার শেষ খুঁজে বেড়াবো।


তারপর?
তারপরে ফিরে আসবো আবার ব্যস্ত এ জীবনে।
আবার ঘড়ির কাঁটার সাথে বেঁধে নিব জীবন,
আলাপ হয়তো হবে মাঝে মাঝে, জানিনা কখন।


ঢাকা
০৩ নভেম্বর ২০১৪
সর্বস্বত্ব সংরক্ষিত।