কবির মরমি হৃদয়ে যে ভাবের পাখি আনাগোনা করে,
কবির অজানা একেবারে, কি উপায় তারে বাঁধিবারে,
কি উপায় কন্ঠ মিলায় তার অজানা সুরে, আপনমনে
যে পাখি গায় উদাস গলায় বন্ধুবিহনে একলা কূজনে।


ভাব আছে ভাষা নেই, এমন অস্থিরতা যখন তখন
কবিকে ভোগায়, এলোমেলো করে দেয় মানস মনন।
তারে যদি দেয় ভাষা, আকাশের কোন নীল ধ্রুবতারা,
কী উপায় তার, ভ্রূক্ষেপ না করে তাতে না দেয় সাড়া?


ঢাকা
১২ নভেম্বর ২০১৪
কপিরাইট সংরক্ষিত।