পোষা সরীসৃপটা খুব নিরীহ ছিল,
আশৈশব একেবারে নির্দোষ ছিল,
পরিমিত আহারে সে অসন্তুষ্ট ছিলনা,
উপোসেও কোন তার আপত্তি ছিলনা।

যৌবনে যখন সে কোন সঙ্গী পেতো,
তাকে নিয়ে বনে বনে ঘুরে বেড়াতো।
যাকিছু খাবার তারা ভাগ করে খেতো,
এভাবেই তাদের দিন পার হয়ে যেতো।

পোষা সরীসৃপটা এখনো পোষাই আছে,
শত প্রলোভনেও সে ঘর ছাড়ে নাই।
বিষন্ন শীতেও সে রোদ পোহাতে
নিজ বিবর ছেড়ে বের হয় নাই।


তবে মাঝে মাঝে তারও বিবর্ণ দেহ মনে,
বসন্তের রঙিন শোভা কি যে ফাগুন আনে,
তখন সে দেখে নিতে ইতি উতি চায়,
কেউ কি তারে ডেকে নিবে এই অবেলায়?


ঢাকা
২৭ নভেম্বর ২০১৪
কপিরাইট সংরক্ষিত।