ভালো আছি, ভালোই আছি।
যখন তখন স্বপ্নে ভাসি।
হিসেব নিকেশ চুলোয় তুলে
আছি আমি জগত ভুলে।


গান শুনি আর স্বপ্ন বুনি,
যখন শুনি আযান ধ্বনি,
দৌড়ে ছুটি মাসজিদ পানে,
কোথায় আমায় কি যে টানে!


বাঁশী বীণার রাগ রাগিণী
আগে তেমন হৃদয় ছোঁয়নি।
সারেঙ্গি এস্রাজ সরোদ সেতার
এখন শোনায় সুরের ঝঙ্কার।


গদ্যে পদ্যে ভালোই আছি,
ঘরের ছেলে ঘরেই আছি।
এপার ওপার যেথায় থাকি,
সুরের মাঝেই যেন থাকি!


ঢাকা
০১ ডিসেম্বর ২০১৪
কপিরাইট সংরক্ষিত।