আমি একটি সভ্য দেশের নাগরিক হিসেবে পরিচিত হতে চাই,
যে দেশের শাসকেরা দিবারাত্রি নির্জলা মিথ্যে কথা বলেনা,
যে দেশের পুলিশ কোন নাগরিকের গৃহফটক তালাবদ্ধ করেনা,
তারপরে তালাবদ্ধ ফটকের সামনে ভারী বালুভর্তি ট্রাক রাখেনা।
যে দেশের শীর্ষ শাসক জনসমক্ষে জাজ্বল্যমান মিথ্যে কথা বলেনা।


আমি একটি সভ্য দেশের নাগরিক হিসেবে পরিচিত হতে চাই,
যে দেশের মান্যবর শাসকেরা নাগরিকদের গন্ডমূর্খ জ্ঞান করেনা,
দুগ্ধপোষ্য শিশুর মত তাদের কোন ঘুম পাড়ানিয়া গান শোনায় না,
আর দুর্ধর্ষ জুজুর ভয় দেখায় না। যে দেশে স্বাধীন মত প্রকাশের
কারণে হেনস্থা হতে হয়না, আদালত হয় নাগরিকের রক্ষাকবচ।


আমি একটি সভ্য দেশের নাগরিক হিসেবে পরিচিত হতে চাই,
যে দেশের সংসদ চুদুরবুদুর জাতীয় খিস্তি খেউর মেনে নেয় না।
যে দেশের নেতৃবৃন্দ শালীনভাবে বিরোধী পক্ষের সাথে কথা বলে,
এবং তাদেরকে সম্মান জানিয়ে নিজেরা সম্মানিত হতে পছন্দ করে।
ব্যর্থতা ঢাকার জন্য যারা সত্যকে গুজব বলে উপহাসের পাত্র হয়না।


আমি একটি সভ্য দেশের নাগরিক হিসেবে পরিচিত হতে চাই,
সত্যস্বীকারে কোন লজ্জা নেই, এই বোধে যে দেশের নেতৃবৃন্দ দীক্ষিত।
নিজ দেশে কোন বিপর্যয় ঘটে গেলেও, যারা শুধু অহংবোধের কারণে
সত্য গোপন করেনা, কোন মিথ্যে ছল চাতুরির আশ্রয় গ্রহণ করেনা।
যাদেরকে কখনোই ভিন গ্রহের কোন অচিন শাসক বলে ভ্রম হয়না।


ঢাকা
০৭ জানুয়ারী ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।