এই শীতের রাতেও বেড়িয়ে যেতে ইচ্ছে করে,
জ্যাকেটটাকে হাতে ঝুলিয়ে,
মাফলারটা গলায় পেঁচিয়ে,
মাথার উপর ক্যাপ চড়িয়ে
উলেন মোজা পায়ে দিয়ে,
ইচ্ছে করে বেড়িয়ে পড়ি।


কিন্তু যাবো কোথায়? হাতির ঝিলে?
নাকি এদিক সেদিক কোথাও কাছেই?
বন বাদাড় আর পাবো কোথায়,
নদী নেই? যাক খাল তো আছেই।
চলো নাহয় সেটাই দেখি ছাদে গিয়ে,
জ্যোত্স্নালোকে, অষ্টাদশীর শেষ প্রহরে!



ঢাকা
১০ জানুয়ারী ২০১৫
১৮ রবিউল আউয়াল
কপিরাইট সংরক্ষিত।


দ্রষ্টব্যঃ হিজরী 'রবিউল আউয়াল' মাসের বাংলা অর্থ 'প্রথম বসন্ত'। এই মাসেই পৃথিবীর সর্বোত্তম মহামানবের জন্ম ও প্রয়াণ হয়েছিল।